ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ চাচা খুন হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ওসমান আলী খুন হন। তিনি আলমপুর ব্রিজঘাট এলাকার কুলবাগান পাড়ার মৃত আজির বক্সের ছেলে।
জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আলমগীর হোসেনের ছেলে আয়নাল হোসেনের দায়ের কোপে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
স্থানীয় আজমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলাবার দুপুরের দিকে ছোট ভাই আলমগীরের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে জটলার মধ্যে দা দিয়ে কোপ দেওয়া হয় ওসমান আলীর মাথায়। এতে তিনি মারা যান।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আয়নাল হোসেন নামে ওসমান আলীর ভাতিজা তাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে এমন তথ্য মিলেছে। ওসি জানান আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে।