ঝিনাইদহ প্রতিনিধি
কুষ্টিয়ার কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহের মানববন্ধন করেছে বিপ্লবী বাঘা যতীন একাডেমি।
শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় জেলা পরিষদের চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন, বিপ্লবী বাঘা যতীন একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, ভাইস চেয়ারমান শহিদুল ইসলাম শিলু, পৌর আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।