ঝিনাইদহে মাদ্রাসাছাত্রী অপহৃত, আটক এক

0
128
Jhenaidah-dro-21-7-p-
অভিযুক্ত আসামী নয়ন খান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার খোর্দ্দধোপাদী গ্রাম থেকে ৭ম শ্রেনীর এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে নয়ন খান নামের এক যুবক।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ ঘটনায় ১৬ জুলাই কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অপহৃত ছাত্রীর মা। উক্ত ঘটনায় মামলার ২ নং আসামি সোনিয়া খাতুনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে সমস্যার সৃষ্টি করতো। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিল। উক্ত বিষয়ে পারিবারিকভাবে অভিযুক্ত ছেলের অভিভাবকদের বিষয়টি জানানো হয়। এরপরেই মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমিকি দিতে থাকে অভিযুক্ত নয়ন।

১৩ জুলাই নয়নের বোন সুমাইয়া খাতুন আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পূর্ব থেকে ওৎপেতে থাকা নয়ন বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া করা মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাচ্ছি না।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, মেয়েটির মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। প্রেমঘটিত কারণে তারা পালিয়েছে। নয়নের বোন এজাহারভুক্ত আসামি সোনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।