ঝিনাইদহে মানববন্ধন করেছে সাংবাদিকরা

0
181
JAHANIDA-droho-17-11-2020-p-2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাস স্ট্যান্ড এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা ঝিনাইদহ-যশোর সড়কে ক্যামেরা রেখে রাস্তায় বসে মিথ্যা মামলার প্রতিবাদ জানান।

দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই, দৈনিক নবচিত্রের সম্পাদক ও দীপ্ত টিভির আলাউদ্দিন আজাদ সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু সহ-সাধারণ সম্পাদক ও আমাদের নতুন সময় পত্রিকার এম.মাহফুজুর রহমান, জিটিভি ও বর্ণময় বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওলিয়ার রহমান, যমুনা টিভির আহমেদ নাসিম আনসারী, আরটিভির শিপলু জামান, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের, আব্দুস সালাম, জাফর উদ্দিন রাজু, আব্দুল্লাহ আল মামুন, জাফর উদ্দিন রাজু প্রমুখ।