ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

0
120

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দন্ড প্রাপ্ত আব্দুল হালিম শৈলকুপার দেবীনগর গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে।

জানা গেছে, পারিবারিক ভাবে শৈলকুপার দেবীনগর গ্রামের আব্দুল হালিমের সাথে ববিতা খাতুনের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী ববিতার উপর নির্যাতন চালানো হতো। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর স্বামীর নির্যাতনে ববিতার মৃত্যু হয়। পরে বাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে আব্দুল হালিমকে আসামি করে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এই মামলায় ২০১৪ সালের ২৬ মে আাদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রায়ের আগে থেকেই আসামি পলাতক রয়েছে।
ববিতা খাতুনের মা ও মামলার বাদী ষাটোর্ধ্ব সালেহা বেগম বলেন, আমার একমাত্র মেয়েকে নির্মমভাবে যে মেরেছে তার বিচার আল্লাহ করেছে। আমি খুব খুশি।

বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বজলুর রশীদ বলেন, এ রায়ে আমরা খুশি। এ রায়ের মাধ্যমে সমাজে বার্তা পৌঁছাবে। এরকম কাজ করতে যে কেউ ভয় পাবে।