ঝিনাইদহের ফুল চাষীরা লোকসান গুনছেন

0
122

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ফুল চাষীরা লাগাতার হরতাল-অবরোধে ব্যাপক ভাকে আর্থিক তির সম্মূখীন হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় ২৫৪ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। ২৮ অক্টোবরের আগে গান্না ফুল বাজারে প্রতিদিন ১০ থেকে ১২ ল টাকার ফুল বিক্রি হতো। বর্তমানে প্রতিদিন ১ থেকে ২ ল টাকার ফুল বিক্রি হচ্ছে।

ফুলের ভরা মৌসুমে ভালো দামের আশা করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দাম না পেয়ে লোকসান গুনতে হচ্ছে জেলা সদরের গান্না ফুল বাজারের ব্যবসায়ীদের। এ জেলার গাদা ফুলের কদর রয়েছে দেশ জুড়েই।

সোমবার সকালে বাইসাইকেল, মোটরসাইকেল ও ইজিবাইকে ফুল নিয়ে বিক্রির জন্য বাজারে আসছেন ফুল চাষীরা। শীত মৌসুমে ফুলের ভালো দামের আশায় সারাবছর আশায় বুক বেধে থাকে চাষীরা। কিন্তু সে আশা যেন নিরাশায় পরিনত হয়েছে। এর একমাত্র কারণ হিসেবে হরতাল ও অবোরধকেই দুষছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা।

তারা জানান, অবোরধের আগেও গাদা ফুল প্রতি ঝোপা বিক্রি হয়েছে ৪’শ থেকে ৬’শ টাকা দরে। অথচ এখন সেই ফুলের ঝোপা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এতে চরম লোকসান গুনতে হচ্ছে ফুল চাষীদের। এমন অবস্থায় দেশের স্থিতিশীল পরিবেশের দাবি তাদের।

ঝিনাইদহ গান্না বাজার ফুল ব্যবসায়ী সমিতি সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান, শুধু কৃষকই না। অবরোধের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছে ফুল ব্যবসায়ীরাও। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বাহনে ফুল পাঠাতে খরচ হচ্ছে পুর্বের চেয়ে দ্বিগুণ।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক আজগর আলী জানান, হরতাল ও অবরোধের কারনে ফুল চাষীরা তিগ্রস্থ হচ্ছে। তবে তাদেরকে কৃষি বিভাগের প থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।