ঝিনাইদেহে স্কুল ছাত্রী ধর্ষনের দুই আসামি আটক

0
139
ঝিনাইদহে ধর্ষন আমলায় আটক দুই আসামি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ঈদের দিন পার্কে বেড়াতে গিয়ে ধর্ষনের শিকার ছাত্রীর বাবার দায়ের করা মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে।

আটক দুইজনের মধ্যে রয়েছে ধর্ষক আরিফুল ইসলাম ও সহয়তাকারী রতন মন্ডল। গ্রেফতার আরিফুল ইসলাম কাশিনাথপুর গ্রামের ইসলাম খার ছেলে এবং রতন মন্ডল পার্কের কর্মচারী।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া হাইস্কুলের ৭ম শ্রেণির এই ছাত্রীকে আরিফুল ইসলাম ও রিয়াজ নামে দুই যুবক উত্যক্ত করতো। ছাত্রীর বাবা প্রতিবাদ করায় তাকে হুমকিও দিত তারা। গত ঈদের দিন ছাত্রীটি গ্রামের পার্কে বেড়াতে গেলে তাকে একটি কুঠিরে নিয়ে আরিফুল ও রিয়াজ ধর্ষণ করে। এ দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখে। এ ঘটনায় পার্কের কর্মচারী রতন মন্ডল সহায়তা করে।

আরো পড়ুন – বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয় ভাবে ব্যবহার করা – হানিফ

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা শৈলকুপা থানায় তিন জনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আরিফুল ও রতন মন্ডলকে গ্রেফতার করে কিন্তু রিয়াজ পালিয়ে যায়। ছাত্রীটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।