প্রাথমিক বিদ্যালয় গুলো ১৯ দিনের লম্বা ছুটি চলছে। পড়ার চাপ নেই। এখন শুধু খাওয়া আর খেলা করা। তাই ওরা সবাই মিলে রাস্তার পাশের ছোট চারা আম গাছে ঝুলোন বেঁধে নিয়েছে। কেউ ভ্যানের পুরাতন ট্যায়ার, আবার কেউ মায়ের পুরাতন কাপড়ের পাড়ের অংশ দিয়ে বাঁধা ঝুলোনে দোল খাচ্ছে। কুষ্টিয়ার খোকসার সাতপাখিয়া মোড়ের পাশ থেকে ছবি গুলো তোলা হয়েছে।


