ট্রলারডুবিতে চুয়াডাঙ্গার ৩ দিনমজুরের মৃত্যু

0
119
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরে কাজ করতে গিয়ে ট্রলারডুবিতে নিহত হলেন ৩ দিনমজুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তিনটি পরিবার।

ট্রলারডুবিতে নিহত ৩ জন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তবে সাঁতরে জীবন নিয়ে ফিরেছেন একই গ্রামের অপর ৩ দিনমজুর। নিহত দিনমজুরদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত হয়েছেন হোসেনপুর গ্রামের শাহাবুল হক, তার বাড়ির উঠানে মা আর দাদির মুখের পাণে অবাক আর বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে নিহতের ফুটফুটে দেড় বছরের মেয়ে ।

একই গ্রামের নিহত যুবক শিলনের স্ত্রী অন্তঃসত্ত্বা। নতুন প্রজন্মের ভবিষ্যত চিন্তায় মাঝে মাঝে আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠছে।

দিনমজুর আব্দুর রাজ্জাকের স্ত্রীসহ বাবা-মায়ের আহাজারিতে নিথর পরিবেশ সৃষ্টি হয়েছে নিহতদের গ্রাম চুয়াডাঙ্গার হোসেনপুরে।

নিহত ৩ দিনমজুরের সংসারে শুধু তারাই ছিলেন একমাত্র উপার্জনক্ষম। ফলে নিহতদের অভাবের সংসারে অজানা ভবিষ্যতের আতঙ্কের ছায়া ছিল সবার চোখে মুখে।

জীবন বাঁচিয়ে ফিরে আসা দিনমজুর একরামুল হক বলেন, আমরা ৬ জন দিনমজুর ৩১ মে কাজের সন্ধানে ফরিদপুরে যায়। সে স্থানে ফরিদপুর সদর উপজেলার মোহাম্মদপুর খারকান্দি গ্রামের লালন ফকির নামের এক ব্যক্তি দৈনিক ৬শ টাকা মুজুরি মিটিয়ে আমাদের বাদাম তোলার কাজে নিয়োগ দেন। বাদামের মাঠ পদ্মা নদীর ওপারে হওয়ায় প্রতিদিন ছোট ট্রলারে করে আমরা যাতায়াত করতাম।

৫ মে লালন ফকিরের ছেলে শাকিল ২৭ জন দিনমজুর নিয়ে পদ্মার ওপারে যাচ্ছিলেন। ছোট ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝায় করার কারনে মাঝ নদীর শয়তায়খালি ঘাট বরবার ট্রলারটি ডুবে যায়। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে আরেকটি ট্রলার পৌঁছালে কিছু যাত্রী সাঁতারে জীবন বাঁচায়। তবে নদীতে নতুন জলের তীব্র ¯্রােতে ডুবে যান হোসেনপুরের ৩ জন সহ ৫ জন দিনমজুর।

তিনি আরও বলেন, নিহতদের পরিবার কে ফকির লালন কোনরূপ সাহায্য সহযোগিতা করেননি। অতিরিক্ত যাত্রী তোলার কারনে ট্রলার ডুবে গেলেও লালন ফকির ও ট্রলার চালক শাকিল কোন দ্বায় নেয়নি।

ফরিদপুর জেলার চর নাসিরপুরের ইউপি সদস্য রিপন ফকির মুঠেফোনে বলেন, ট্রলারডুবির সংবাদ পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। সে সময় পুলিশ লালন ফকিরকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাধ্যমত আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।