ডায়াগনস্টিক সেন্টারের ভ্রাম্যমান আদালতের অভিযান

0
88

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরোটারীর ফ্রিজে টক দই ও পেঁয়াজ পেয়েছে ভ্রাম্যমান আদালত। এ ডায়াগনষ্টিক সেন্টারের কর্তৃপক্ষ বৈধ কাগজ পত্রও দেখাতে পারেনি আদালত ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের সামনে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকা ও ল্যারের ফ্রিজে টক দই ও পেয়াজ রাখায় প্রতিষ্ঠানের মালিক প্রদীপ কুমার ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

আদালতের সাথে সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন উপস্থিত ছিলেন।