ঢাবি ক্যাম্পাস থেকে সরে গেলো পুলিশ

0
95
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। তবে, রাতে ক্যাম্পাস থেকে ফিরে গেছেন পুলিশ সদস্যরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোয়েল চত্বর এলাকা থেকে সরে যায় পুলিশ সদস্যরা।

দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে চাঁনখারপুল পর্যন্ত অবস্থান নিয়ে বিভিন্ন ¯েøাগান দিচ্ছেন।

পুলিশকে অনুরোধ করে শিক্ষার্থীরা বলেন, তারা শহীদ মিনার প্রাঙ্গণে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এসময় পুলিশ তাদের অনুরোধ জানিয়ে এ রাতে শহীদ মিনারে যেতে নিষেধ করে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বলেন, এ মুহূর্তে পুলিশের অবস্থান ক্যাম্পাসে নেই। এ রাতে শিক্ষার্থীদের শহীদ মিনারে যাওয়া ঠিক হবে না। এতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।