ঝিনাইদহ প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী উলফাত আরা তিন্নি হত্যা মামলার মূল অভিযুক্ত জামিরুল কে পুলিশ আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান হত্যা প্ররোচনার মামলার মূল আসামীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, বুধবার সকালে মাগুরা জেলা সদর থেকে জামিরুলকে আটক করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। যে কোন সময় আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নিজের ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থা থেকে বিশ^বিদ্যালয়ের ছাত্রী তিন্নিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তিন্নিরি বোনের সাবেক স্বামী জামিরুলকে আসামী করে মামলা করেন নিহত বিশ^বিদ্যালয় ছাত্রীর মা হালিমা বেগম।
তিন্নি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শৈলকূপার যোগীপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ইউসুফের মেয়ে। তিন্নি বোন ও মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের শেখপাড়া বাজার সংলগ্ন একটি দোতলা বাসায় থাকতেন। বোনের সাবেক স্বামীর হাতে লাঞ্চিত হওয়ার পর তিন্নি আত্মহত্যার পথ বেছে নেয়।