খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর প্রতিবেশীর বাথরুম থেকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অঙ্কিতা দে ছোঁয়া (৯) পাবলা বণিকপাড়ার বাসিন্দা সুশান্ত দে’র মেয়ে। সে বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। ৬ দিন আগে (২২ জানুয়ারী) সে নিখোজ হয়।
বৃহস্পতিবার দুপুরে পাবলার বণিকপাড়ার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২২ জানুয়ারি অঙ্কিতা নিখোঁজ হয়। এ ঘটনার পর পরিবার থেকে দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা করা হয়। বৃহস্পতিবার নিখোজ ছাত্রীর বাড়ির পাশের একটি ভবনের নিচতলা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
খুলনা মহানগরের দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, এলাকাবাসী খবর দেওয়ার পর দুপুরে বণিকপাড়া মন্দিরের দক্ষিণ পাশের একটি ভবনের নিচতলার বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় অঙ্কিতা দে ছোঁয়ার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার জাহাঙ্গীর এবং তার স্ত্রী রিক্তাকে আটক করা হয়। এছাড়া লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে থানায় নেওয়া হয়েছে।