স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তের দেওয়া আগুনে গৃহহারা ধর্ষীত আট বছরের শিশুর পরিবারের পাশে সরকারী সহায়তা নিয়ে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সোমবার দুপুরে ধর্ষীত ও দুর্বৃত্ত¡দের দেওয়া আগুনে গৃহহারা শিশুর বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় ধষীত শিশু ও তার মা বাড়িতে ছিলো না। ইউএনও শিশুটির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। ওই কর্মকর্তার কাছে শিশুটির চাচা তার ছোট ভাইয়ের শিশু মেয়েকে ধর্ষনের পরবর্তী প্রভাবশালীদের অত্যাচার ও জুলুমের বর্ণনা তুলে ধরেন।
তিনি ভয় ও আতঙ্কের কথা জানান। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্ত¡রা তার ভাইয়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ও তুলে ধরেন। শিশু সন্তানের ইজ্জত হরণ ও রাতে আধাঁরে ঘরে আগুন দেওয়ার সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায় পরিবারটির কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। অপরাধীদের বিচার তরান্বিত করতে প্রতিশ্রæতি দেন।
শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী আফজাল কাজী আট করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষা হয়ে গেছে। এখন ডাক্তারী পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘর পোড়ানো দ্বিতীয় মামলায় ধর্ষকের ছেলে তারেক কাজীকে পুলিশ আটক করেছে। এ ছাড়া মামলাটি তদন্ত চলছে।
আরও পড়ুন – অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ভাতের হোটেল পুড়িয়ে দিলো এলাকাবাসী
দুর্বৃত্বের আগুনে গৃহ ও সন্তানের সম্ভ্রম হারা পরিবারটির পাশে স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। ইতোমধ্যে ইসামী আন্দোলনের একজন উপদেষ্টা ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন – রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম জানান, দুটি মামলার আসামী আটক করা হয়েছে। দ্বিতীয় মামলাটি তদন্ত চলছে।
আরও পড়ুন – হাত পাখা
উল্লেখ্য, গত মঙ্গলবার ১ এপ্রিল দিনগত রাতে পেঁয়াজ কাটা শেষে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথমধ্যে আট বছরের শিশুকে ধর্ষন করা হয়। এ ঘটনার এক মাত্র আসামীকে আটকের পর শুক্রবার রাতে দুর্বৃত্ত¡রা শিশুটির বসত বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় খোকসা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।