দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখা বেড়েছে

0
128

দ্রোহ অনলাইন ডেক্স

করোনাভাইরাসে দেশে শেষ ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। একই সময়ে ৬৩৬ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিন অনুষ্ঠিত হয়। হেল্থ বুলেটিনে আসা স্বাস্থ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। শেষ ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা একটু বেড়েছে স্বীকার করেন এই কর্মকর্তা। তার দেওয়া তথ্যে জানাগেছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

প্রাণঘাতি এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সোয়া ৪০ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পৌন তিন লাখ। তবে প্রায় ১৪ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।