দিনাজপুর প্রতিনিধি
বিরল উপজেলা বাজার বণিক সমিতি নির্দিষ্ট সময়ে সকল দোকান খোলা রাখার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছে।
সোমবার সকালে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানায়, করোনা পরিস্থিতি নিয়ে তারাও উদ্বিগ্ন। রুটি রুজির প্রয়োজনে তারা নিদ্রিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি করেন। তাদের অভিযোগ তখন তখন মোবাইল কোর্ট করে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। তারা এ ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করেন।
থানা পুলিশ দোকানদারদের শান্ত হওয়ার আহ্বান জানায়। তাদের উদ্যোগে ব্যবসায়ী সমিতির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার এর সাথে আলোচনা করেন।
আলোচনা শেষে সমিতির সভাপতি মাওঃ মোঃ আইয়ুব আলী জানান, প্রশাসনের সাথে লুকোচুরি না করে দিনের একটি নির্দিষ্ট সময়ে দোকান খোলা রাখার দাবি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান সারাদেশের জন্য একই নিয়ম চালু থাকবে জানিয়ে তাঁদেরকে জেলা প্রশাসক ঘোষিত নির্দেশনার বাইরে কিছুই করার নেই বলে জানিয়েছেন।
সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, দীর্ঘ দিন দোকান বন্ধ থাকার কারনে কর্মচারীদের বেতন দেয়া কষ্টকর হয়ে পড়েছে ফলে দোকান মালিক ও কর্মচারীরা মানবতার জীবন যাপন করেছ।