দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

0
150
Daulotdia-Droho-18-p-12-compressed
দৌলতদিয়া ফেরি ঘাট।

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদ সামনে রেখে নাড়ির টানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহড় থেকে মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। যাত্রীর চাপে অবশেষে বাধ্য হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়। ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরি মানুষের ভীড়ে ছিল কানায় কানায় পূর্ণ। এই দিন দুপুর থেকে যাত্রী পারাপার ঠেকাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার দুপুর ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। ভোর থেকে ঢাকাসহ এর পার্শ্ববর্তী জেলা থেকে আসা যাত্রীর প্রচন্ড চাপ থাকায় যাত্রী পারাপার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ঢাকা থেকে আগত যাত্রীদের মানিকগঞ্জের পাটুরিয়াতে আটকে দেওয়া হয়েছে। কোনোভাবেই যাত্রীবাহী যানবাহন নদী পারাপার হতে না পারে, সেই মোতাবেক এ পাড়ে কাজ করে যাচ্ছি।

হঠাৎ করে ফেরি পারাপার বন্ধ করে দেওয়ার ফলে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের উভয় প্রান্তে অসংখ্য যাত্রী এবং শতশত পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারে আটকে থাকা অসংখ্য যাত্রী।