দৌলতপুর সীমান্ত থেকে বিএসএফ ধরে নিয়ে গেছে ৫ চোরাকারবারীকে

0
126
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বিএসএফ ৫ চোরাকারবারীকে ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার শেষরাতে উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা।

স্থানীয় সূত্রথেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশী চোরাকারবারীর ৮-৯ জনের একটিদল বুধবার মধ্যরাতে ভারত থেকে মহিষ চুরি করে বাংলাদেশে পাচার করছিল।

এমন সময় ভারতের ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ চোরাকারবারীদের ধাওয়া দেয়। বিএসএফ’র ধাওয়া খেয়ে চোরাকারবারীরা প্রানভয়ে মহিষ ফেলে পালিয়ে যায় এবং ভারত সীমানার একটি পাটক্ষেতের ভিতরে আত্মগোপন করে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিএসএফ ৭টি মহিষ উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে বৃহস্পতিবার শেষরাতে ভারত সীমানায় আত্মগোপনে থাকা বাংলাদেশী চোরাকারবারীরা বাংলাদেশে পালিয়ে আসার সময় বিএসএফ তাদের আবারও ধাওয়া দেয় এবং তাদের আটক করে।

বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী চোরাকারবারীদের মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের নাদের আলীর ছেলে মিঠন (২৫), বগমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিটন (৩০) ও আলিম উদ্দিনের ছেলে আলমগীর (২৮) এবং চরপাড়া গ্রামের উকিলের ছেলে বাগু (৪০) ও জীবন সরকারের ছেলে আনন্দ (২৫)