দৌলতপুরে অস্ত্র-গুলি সহ আটক দুই

0
120

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও মাদকসহ সোহেল (২০) ও সাগর (২০) নামে দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নে শকুনতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, অস্ত্র ও মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ঠোটারপাড়া ক্যাম্পের হাবিলদার সিরাজের নেতৃত্বে বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোহেল জামালপুর গ্রামের মিল্টন আলী ও সাগর একই গ্রামের ইব্রাহিমের ছেলে। তাদের বিরুদ্ধে হত্যাসহ মাদক চোরাচালানের মামলা রয়েছে।