দৌলতপুরে দেবরদের হামলায় প্রাণ গেল ভাবীর

0
144
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দেবরদের হামলায় ভাবী নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে এই হত্যাকান্ড ঘটেছে বলে স্থানীয়রা জানায়। দেবরের লাঠির আঘাতে নিহত গৃহবধূ নাজমা খাতুন (৩৫)। তিনি গিয়াস উদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে গিয়াসের ছোট দুই ভাই শাহীন ও তুহিনের সাথে নাজমা খাতুনের কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত দেবররা গৃহবধূকে লাঠি দিয়ে আঘাত করে। তিনি (গৃহবধূ) জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। ঘটনার পরপরই ঘাতকরা পালিয়ে যায়।