দৌলতপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

0
70
নিহত দুই শিশু - ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এই ঘটনা ঘটে ।

নিহতরা উপজেলার লক্ষিকোলা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন (১২) ও আকছেদ মন্ডলে ছেলে আশিক আহমেদ (১১)।

আরও পড়ুন – যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বেশ কয়েকজন শিশু গোসল করতে নামে। এসময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসীরা এসে মৃত অবস্থা তাদের উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুপুরে পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।