কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে এবার যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। এনিয়ে দুই দফায় উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হলো।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিস্কারের তথ্য জানানো হয়েছে।
গত শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে বহিষ্কার করা হয়। পরে ওই দিন রাতে উপজেরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।
আরও পড়ুন – ‘আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না’ – মৎস্য উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যুবদলেন নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত ক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে যুবদলের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আনা হলেও কী ধরণের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।
দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু জানান, দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজিকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিলো তার ভিত্তিতে যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।