দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
83

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে দুইটি বিদেশী পিস্তল, দুইটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি এয়ারগান, ১৩৭ রাউন্ড গুলি, নয়টি ককটেল, ও দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটকরা যুবদল ও যুবলীগের নেতা।

বৃহস্পতিবার রাত দুইটা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে অস্ত্র রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ওরফে জিমি করিম বিশ্বাস (২৪) নজরুল করিম বিশ্বাসের ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ আলী বিশ্বাস (৩৫) ও সাহেব আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫)।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া আর্মি ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।

আরও পড়ুন – কুমারখালীতে দু’টি ট্রেনের যাত্রাবরতির দাবিতে বিক্ষোভ

এ ছাড়া অভিযানে ৯টি ককটেল ও ১৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ, পাঁচটি হাঁসুয়াসহ বেশ কয়েকটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।