নতুন বছরে ভারতে আসছে টেসলা

0
222
TESLR-DROHO-30-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন বছরে ভারতে টেসলার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী নিতিন গাডকারি।

ভারতীয় দৈনিক ইনডিয়ান এক্সপ্রেসকে সোমবার গাড়কারি বলেছেন, গাড়ি বিক্রি দিয়ে শুরু করবে টেসলা এবং প্রতিক্রিয়া দেখে হয়তো পরবর্তীতে গাড়ি উৎপাদনের দিকে এগোতে পারে প্রতিষ্ঠানটি।

অনেকদিন ধরেই তেলের ওপর নির্ভরশীলতা এবং দূষণ কমাতে আগ্রহ প্রকাশ করে আসছে ভারত। কিন্তু উৎপাদন ও চার্জিং স্টেশনের মতো স্থাপনায় বিনিয়োগের অভাবে বৈদ্যুতিক যানের প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রথমে টেসলার সবচেয়ে সস্তা মডেলর গাড়ি ভারতের বাজারে আনবে প্রতিষ্ঠানটি। ইকোনোমিক টাইমসের প্রতিবেদনের তথ্যমতে, গাড়িটির বাজার মূল্য শুরু হবে ৫৫ লাখ ভারতীয় রুপি।

২০২১ সালে ভারতের বাজারে প্রবেশের বিষয়টি রবিবার টুইটার মন্তব্যে নিশ্চিত করেছেন টেসলা প্রধান ইলন মাস্কও। তবে, জানুয়ারিতে হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।