দ্রোহ বিনোদন ডেস্ক
‘লাল মোরগের ঝুঁটি’ নামে সিনেমা নির্মাণ করছেন নুরুল আলম আতিক।
গত ১ অক্টোবর থেকে ময়মনসিংহের গৌরিপুরে শুটিং শুরু হয় সিনেমার। টানা ৯ দিন শুটিং চলে সেখানে। প্রথম দিনের শুটিংয়ের অংশ নিয়েছিলেন ভাবনা। এরপর অল্প কিছুদিনের বিরতি দিয়ে গত ৩০ অক্টোবর থেকে টাঙ্গাইলে শুরু হয়েছে শুটিং। টাঙ্গাইলের শুটিংয়েও অংশ নিয়েছেন ভাবনা।
সিনেমার প্রসঙ্গে ভাবনা বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতে আমাকে দেখা যাবে ‘পদ্ম’ নামক চরিত্রে । লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে সিনেমার প্রস্তুতি নিয়ে এরপর শুটিং শুরু করেছি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অনিমেষ আইচ পরিচালক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’। এতে করোনাকালের একজন সংগ্রামী চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন ভাবনা।