নিখোঁজের ছয় দিন পর স্কুল ছাত্রের অর্ধ গলিত লাশ উদ্ধার

0
106
নিহত শিশু শাহীন আল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর স্কুল ছাত্র শাহীন আলীর (১১) অর্ধ গলিত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকার একটি মাঠের মেহগনি বাগান থেকে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে।

নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সানেহ আলীর ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ।

 

নিহত শাহীন আলীর মৃতদেহ ঘিরেউদসুক জনতার ভির।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার বিকালে দাদা সিরাজ শাহা’র ব্যাবহৃত ব্যাটারি চালিত ভ্যান গাড়ি নিয়ে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও ওই স্কুল ছাত্রকে কোথাও খুঁজে না পেয়ে পরের দিন মঙ্গলবার পরিবারের প থেকে থানায় একটি জিডি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পুলিশ শিশুটির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে। গত ৬ দিন আগে ভ্যান গাড়িসহ শিশুটি নিখোঁজ হয়। রবিবার সকালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিচয় নিশ্চিত করেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।