কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকানের ভেতর থেকে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শামীম হোসেন (৩৫) মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। তবে পরিবারের দাবি পরকীয়া প্রেমের জেরে শামীম আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিক মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে পরিবারের লোকজন শামীমকে খুঁজে পাচ্ছিলেন না। বুধবার সকালে দোকানের ভিতরে বাঁশের ডাবের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে দেখে। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন – ঝিনাইদহে নিম্নমানের বীজে লোকসানে কৃষক
নিহতের স্ত্রী নিলুফা খাতুন জানান, দীর্ঘদিন যাবত তার স্বামীর সাথে এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি তার স্বামী সবসময় বিষাদগ্রস্থ থাকতেন বলে জানান তিনি। স্ত্রীর দাবি ওই নারীর সাথে সম্পর্কের কারণে তার স্বামী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
আরও পড়ুন –কুষ্টিয়ায় ভাই-ভাতিজার হামলায় আহত কৃষকের মৃত্যু
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান জানান, একজন চা বিক্রেতার লাশ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।