দ্রোহ অনলাইন ডেস্ক
করোনার নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট প্রদানসহ প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিম মানুষের সহানুভূতি পেতে নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন বলে জানান ডিবি।
আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
তদন্ত সংশ্নিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, প্রতারক সাহেদ নিজের করোনা আক্রান্ত হওয়ার সনদও ভুয়াা বানিয়েছিলেন। অন্য একজনের করোনা আক্রান্ত স্যাম্পল নিজের নামে চালিয়ে সাহেদ করোনায় আক্রান্ত হওয়ার সনদ নিয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হননি। শুধু সহানুভূতি পাওয়া এবং রিজেন্টের অপরাধ থেকে বাঁচতে নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও এমন নাটক করেছেন প্রতারণার সম্রাট সাহেদ।
আরও দেখুন- খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??