
বছরের শেষ দিন উৎসব মুখোড় পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির সমাপণী পরীক্ষার ফলাফল দেওয়া হয়। প্রগতি পত্র হাতে ঝাঁকে ঝাকে শিশুদের বাড়ি ফিরতে দেখা যায়। কে কত নম্বর পেলো ? এ নিয়ে শিশুরা ছিল কৌতহলি। কুষ্টিয়ার খোকসার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এলাকা থেকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধারণ করা কৌতহলি শিশুদের ছবি।



