পরীক্ষার ফল

0
52
বার্ষিক পরীক্ষার ফলা দেওয়া হয়েছে। শিশুর প্রাপ্ত নম্বর দেখতে ব্যস্ত এক অভিভাবক। খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গলবার বেলা ১১ টায় ছবিটি তোলা।

বছরের শেষ দিন উৎসব মুখোড় পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির সমাপণী পরীক্ষার ফলাফল দেওয়া হয়। প্রগতি পত্র হাতে ঝাঁকে ঝাকে শিশুদের বাড়ি ফিরতে দেখা যায়। কে কত নম্বর পেলো ? এ নিয়ে শিশুরা ছিল কৌতহলি। কুষ্টিয়ার খোকসার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এলাকা থেকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধারণ করা কৌতহলি শিশুদের ছবি।

শিশু আমেনা, হাপসা, মারিয়ারা প্রগতি পত্র দেখতে দেখতে ব্যস্ততম কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহসড়ক ধরে বাড়ি ফিরছিল। তারা পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণি শেষ করে ৫ শ্রেণিতে উত্তিন্ন হয়েছে।
পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু প্রগতি পত্র নিয়ে স্কুল থেকে বেড় হচ্ছে।
পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু প্রগতি পত্র নিয়ে স্কুল থেকে বেড় হচ্ছে।
মানিকাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফল প্রকাশ হবে একদিন বিলম্বে। কিন্তু পূর্ব ঘোষনা অনুযায়ী অনেক শিশুই বিদ্যালয়ে আসে। সিমেন্টর তৈরী একটি পরিতক্ত পাইপ নিয়ে তারা খেলায় মেতে ওঠে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ছবিটি তোলা।