দ্রোহ ডেস্ক
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ফুটবল মাঠে ফিরেছে ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। আর এ ম্যাচেই নেপালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপাল ও বাংলাদেশ ফুটবল দল মুখমুখি হয়। নেপালকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ জয়টি ছিল ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায়। সেটাও ছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।
২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপালের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। গত বছর এসএ গেমস ফুটবলেও নেপালের কাছে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের ফুটবলারদের মাথায় ছিল প্রতিশোধের নেশা। ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় মোহাম্মদ নওয়াজ জীবন গোল করে দলকে এগিয়ে নেন। করোনার কারণে দেশে গুরুত্বপূর্ণ আট ফুটবলারকে রেখে আসা নেপাকে ঠেসে ধরেন জামাল ভুঁইয়ারা। কিন্তু গোলটা ঠিক পাচ্ছিল না। ম্যাচের ৮০ মিনিটে সেই বাধা ভাঙেন মাহবুবুর রহমান। দলকে এনে দেন ২-০ গোলের সহজ জয়।