পানিতে ডুবে শিশু মৃত্যু

0
149

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের গ্রামে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব-নওমালা গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম মরিয়ম। সে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে মরিয়ম ঘরের সামনে বসে খেলছিল। এক পর্যায়ে বাড়ির লোকদের অগোচরে বসত ঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে খোজাখুজি শুরু হয়। দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জানান, শিশুটিকে ক্লিনিকে আনার আগে মার গেছে।