দ্রোহ অনলাইন ডেস্ক
পাবনা সদরের একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা আড়াইটার দিকে পাবনা পৌর সদরের দিলালপুর মহল্লাতে ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (১২)।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, পাবনা পৌর সদরের দিলালপুর মহল্লায় দীর্ঘ চার বছর ধরে স্ত্রী-কন্যাসন্তান নিয়ে ভাড়া থাকেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার। তিনি মৃত আব্দুল খালেকের দোতলা বাসার নিচতলায় থাকতেন।
গত তিনদিন ধরে বাসা থেকে কেউ বাইরে বের না হওয়াতে এলাকাবাসীর সন্দেহ হয়। এছাড়া বাসা থেকে দূর্গন্ধও বের হতে থাকে। স্থানীয়রা ভাড়া বাসার খোলা জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়িটি ঘিরে রেখেছে । রাজশাহী থেকে ফরেনসিক টিম পাবনায় আসার পর মরদেহ উদ্ধারের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিহত ব্যাংক কর্মকর্তার বোন নাজমা খাতুন বলেন, আমার ভাই এই বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার খবর পান ভাইসহ স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে। তবে কারা, কি কারণে তাদের হত্যা করেছে তা কিছুই বুঝতে পারছি না।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত তিনদিন আগে বাসায় ঢুকে দূর্বৃত্তরা তাদের হত্যা করেছে। ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঝে রক্তাক্ত। এক কক্ষে মা-মেয়ে ও পাশের অন্য কক্ষে ব্যাংক কর্মকর্তার মরদেহ পড়ে আছে।