“পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”। কবি সুফিয়া কামালের লেখা কবিতার চরন টি সব বাঙালীর হৃদয়ে সাড়া জাগানিয়া হয়ে আছে। শৈশবের কত স্মৃতিই না মিশে আছে পৌষের পিঠার সাথে। বিদ্যালয়ে চত্বরে শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসব ঘিরে গ্রামের বৌ ঝি থেকে শিশুরাও মেতেছিল। বুধবার খোকসার জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিঠা উৎবের ছবি।
আরও পড়ুন- খোকসায় যুবলীগ নেতাসহ দুইজন আটক
আরও পড়ুন – সেই ইউএনওকে চট্টগ্রাম বিভাগে বদলি
আরও পড়ুন – খোকসায় প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত