প্রাকৃতিক দুর্যোগের এ বছর অনেক কৃষকের পেঁয়াজের চারা বীজ তলায় নষ্ট হয়ে গেছে। ফলে আবাদ মৌসুমে পেঁয়াজর চারার আকাল দেখা দিয়েছে। বাজার থেকে চারা কিনে অনেক কৃষক প্রতারিত হয়েছেন। পাবনা জেলার কৃষকদের বিক্রির জন্য ট্রাক আনা চারা কিনে কৃষকরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। খোকসা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পেঁয়াজের চারা ভাগ বাটোয়ারার ছবি গুলো তোলা হয়েছে।





