প্রণব মুখোপাধ্যায় শিগগিরই সুস্থ হবেন

0
114
প্রণব মূখার্জী-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা ‘অনেকটা ভালো এবং তার অবস্থা স্থিতিশীল’ আছে বলে জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ কংগ্রেসের নেতা অভিজিৎ বলেন, তার বাবা শিগগিরই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন বলে এক টুইটে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

টুইটে তিনি বলেন, “শনিবার হাসপাতালে গিয়ে বাবাকে দেখে এসেছি। ভগবানের কৃপায় ও আপনাদের শুভকামনায় আগের দিনগুলোর চেয়ে উনি এখন অনেকটা ভালো ও স্থিতিশীল আছেন। তার স্বাস্থ্যগত সব অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিগগিরই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের ধন্যবাদ।” তবে প্রণব এখনও ভেন্টিলেটরেই আছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত