প্রতিপক্ষের হামলায় পিতাপুত্র আহত

0
169
হামলায় পিতা পূত্র আহত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার সেনগ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে সেনগ্রামের নয় নম্বর ওয়ার্ড সংলগ্ন কালভার্টের উপর বসে একই গ্রামের আকাশ তার বন্ধুদের সাথে খোসগল্প করছিলেন। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আকাশের পিতা রেজাউল বিশ্বাস ঘটনাস্থলে ছুটে এসে তার ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষরা তার উপরেও হামলা করে। এ হামলায় পিতা-পূত্র আহত হয়।

আরও পড়ুন- অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আহত রেজাউল বিশ্বাস দ্রোহ প্রতিনিধিকে জানান, আমার ছেলে আকাশের উপর প্রতিবেশি কোরবানসহ তার দুই ছেলে ফারুক ও আরিফ হামলা চালায়, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে রক্ষা করতে গিয়ে নিজেও হামলার স্বীকার হই। প্রতিপক্ষরা বিদেশী লাইট দিয়ে আমাদের আঘাত করে। তিনি আরও বলেন, ১ বছর আগেও এমনি হামলার ঘটনা ঘটিয়েছিলো কোরবানসহ তার দুই সন্তান।