প্রতিপক্ষের হামলায় মা ছেলেসহ আহত তিন

0
174

স্টাফ রিপোর্টার

বিবাদপুর্ণ জমি দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও তার দুই ছেলেসহ তিনজন আহত হয়েছেন।

খোকসার ওসমানপুর ইউনিয়নে রায়পুর গ্রামে জমি দখল ও পাল্টা দখল কেন্দ্র করে শুক্রবার সকালে হামলার ঘটনা ঘটে। এ হামলা মালেকা খাতুন (৫৫) ও তার দুই ছেলে সবুজ মন্ডল (৩৫) এবং স্বপন মন্ডল (৪০) আহত হন। আহতদের স্বামী ও বাবার নাম জামাল মন্ডল।

স্থানীয় সূত্র জানায়, রায়পুর মৌজার সাড়ে ৪ শতাংশ জমি নিয়ে জামাল মন্ডলের সাথে একই গ্রামের আহসানের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধপুর্ন জমিতে জামাল মন্ডলের ছেলেরা কলার গাছ লাগায়। এ ঘটনার কিছু সময় পর প্রতিপক্ষের লোকেরা গাছ গুলো তুলে ফেলে। এ ঘটনার সূত্র ধরে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল মন্ডলের স্ত্রী পুত্রসহ তিন জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসেন। শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন সবুজ মন্ডল দাবি করেন, প্রায় ১৫ বছর আগে তারা ওই জমি খরিদ করেন। কিন্তু প্রতিপক্ষ আহসান সরদার ও তার লোকেরা সে জমি দখলে রেখেছে। সে ওই জমিতে কলাগাছ লাগায়। এর কিছু সময় পর প্রতিপক্ষ গাছ গুলো তুলে ফেলে জমি ঘিরে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে তার মা সহ তাদের দুই ভায়ের উপর হামলা করে।

তিনি আরও বলেন, তারা পরিবারের চারজন লোক, সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ কারণে মামলা করতে পারেনি। সুস্থ হয়ে হামলায় অংশ নেওয়াদের বিরুদ্ধে মামলা করবেন।

জমির মালিকানা দাবিদার আহসানকে পাওয়া যায়নি। তবে তার ভাই সায়েম সরদার ওরফে এমএস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। প্রতিপক্ষ সকালে তাদের খরিকরা জমিতে কলাগাছ লাগিয়ে দখল করার চেষ্টা করেন। এ সময় তারা বাধা দেয়। প্রতিপক্ষ তাদের উপর হামলা করে।

তিনি আরও দাবি করেন, জমির মালিকের একমাত্র কন্যার কাছ থেকে প্রায় ৪৫ বছর আগে তারা জমি খরিদ করে ভোগ দখল করছেন। জমিতে উপর তার এক শরিকের মেহগনি গাছের বাগান রয়েছে। এ ছাড়া ওদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।