প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ সহকারীর বিরুদ্ধে

0
103
হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মতিয়ার রহমান।

স্টাফ রিপোর্টার

সাময়ীক বরখাস্ত শিক্ষক বকেয়া বেতনের দাবিতে প্রধান শিক্ষকের উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে খোকসার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের উপর তার নিজে বিদ্যালয়ের শিক্ষক এ হামলা চালায়। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন লিটনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ওই শিক্ষককে সাময়ীক বরখাস্ত করেন। ইতোমধ্যে শিক্ষক জামিনে মুক্তিপেলে তার বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়। বেতন চালু হয়। কিন্তু বরখাস্ত সময়ের আড়াই মাসের বেতন আটকে যায়। এ ঘটনা কেন্দ্র করে প্রধান শিক্ষকের সাথে ওই সহকারী শিক্ষকের বিরোধ চরম আকার ধারণ করে। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়াই। এ ঘটনার সূত্র ধরে শনিবার প্রধান শিক্ষকের উপর হামলা করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, বিকালে স্কুল শেষে তিনি বাড়ির উদ্যেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেলেন। এমন সময় সহকারী শিক্ষক আনোয়ার হোসেন তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তার উপর হামলা করা হয়। এসময় অপর দুই সহকারী শিক্ষক হামলাকারী শিক্ষককে সহয়তা করেন। স্থানীয় ও ছাত্রদের সহায়তায় তিনি (আহত শিক্ষক) হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

সহকারী শিক্ষক আনোয়ার হোসেন লিটন হামলার বিষয় অস্বীকার করেন। তিনি বলেন, প্রধান শিক্ষক নিজে নিজে পরে গিয়ে এখন হামলার নাটক সাজাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফাত জাহান তনুজা বলেন, প্রধান শিক্ষকের চাপা আঘাত হয়েছে। কাট ফাটা নেই। ভালো আছেন।