প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র চিরপ্রস্থান

0
145
Kazi-Dro-7-p-4-compressed
কাজী ফারুক (সংগৃহিত ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর চিরপ্রস্থান। তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের সাবেক প্রধান সংবাদদাতা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার সকাল ৮টার সময় তিনি এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার মেয়ে আরশি কাজী জানিয়েছেন ।

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র স্ত্রী আইন প্রতিবেদক ফোরামের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন ।

আরও পড়ুন ১৩ঘণ্টা পর উদ্ধার করা সুমনের তথ্যে রয়েছে গড়মিল

ফারুক কাজীর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।