ফরিদপুরে ছুরিকাঘাতে একযুবককে হত্যা

0
204

দ্রোহ অনলাইন ডেস্ক

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনা ঘটে জেলার চকবাজার এলাকায় । এ হত্যাকান্ডে জড়িত ২ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

হত্যার ঘটনায় নিহত মিজানুর রহমান বাচ্চু শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমযান আলী খানের ছেলে।

নিহত বাচ্চুর ভাগ্নে আরাফাত বলেন, এশার নামায পড়তে মসজিদে যাচ্ছিলেন মামা । এমন সময় কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখামাত্র ঘটনাস্থলে ছুটে আসে এবং ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে হাসপাতালে নেওয়ার পথেই মামার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, মামার সাথে এ যুবকদের কথাকাটি হয়েছিল এবং নিতেই আমাার মামাকে তারা কুপিয়ে হত্যা করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে স্থানন্তর করেছে। আটককৃত আসামীরা হলে আটকরা হলেন- শরীফ (১৮) ও হাবিব (১৮)।

প্রাথমিক ভাবে জানা গেছে হত্যাকান্ডের সঙ্গে ৩ জন জড়িত ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।