ফুল ও শৈশব

0
251

দল বেঁধে স্কুল পালিয়ে বর্ষার ফুল কদম তুলতে যাওয়ার হরেক সুখ স্মৃতির শৈশব তারাকরে। শিশুটি খালের পাশ গাছ থেকে কদম ফুল সংগ্রহ করে স্কুলে ফিরছে। মঙ্গলবার দুপুরে খোকসার কোমভোগ খালপাড়া বাজার এলাকা থেকে ছবিগুলো তোলা।

সংগ্রহ করা কদম ফুলের পাশে শিশুটি।