ফ্রি ফেসবুক বন্ধ

0
130
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে মোবাইল অপারেটরগুলোর যেসব ইন্টারনেট প্যাকেজ দিচ্ছিলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক চিঠিতে ১৫ জুলাই থেকে মোবাইল অপারেটরগুলোকে এসব বন্ধ করতে বলেছে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

চিঠিতে বলা হয়েছে, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে বাজারে অসুস্থ প্রতিযোগিতা করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়ার সেবা নিয়ে কিছু অসাধু ব্যক্তি নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এদিকে মোবাইল অপারেটর গ্রামীণফোন শনিবার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ফেসবুক সংশ্লিষ্ট যাবতীয় বিনামূল্যের অফার বন্ধ করেছে তারা।