বই ও শিশুরা

0
136

বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়েছে তৃতীয় শ্রেনির ছাত্রী জাকিয়া বুশরা। আনমনা হয়ে নতুন বইয়ের কাঁচা সুবাস নিতে নিতে বাড়ি ফিরছে। বার বার গুনছে নতুন বই। সে কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি পাশ করলো। সে একই গ্রামের মোঃ বাবন শেখের মেয়ে। বার্ষিক মূল্যায়নে ফলা ফলও ভালো করেছে। কুষ্টিয়ার খোকসা-মানিকাট পাকা রাস্তার কমলাপুর গ্রাম থেকে সোমবার দুপুর ১টা ২২ মিনিটে ছবিটি তোলা। এ বছর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর ১৮ হাজার শিশুর মধ্যে ৭৬ ৮৫০ টি বই বিতরণ করা হয়েছে।