বকেয়া বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

0
133
Jhenaidah-DRO-18-p-9-compressed
ঝিনাইদহে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ।

দ্রোহ অনলাইন ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা ঢাকা-খুলনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সোমবার সকালে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের প্রধান ফটকে তারা বিক্ষোভ ও সমাবেশ করেন।

এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। তারা রাস্তায় শুয়ে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে ৩০ মিনিট পর সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ শ্রমিকেরা।

বেতনভোগী সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, এই করোনা পরিস্থিতির মধ্যেও চার মাস ধরে প্রায় সাড়ে ৮শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছেন না। দ্রুত বেতন পরিশোধের দাবি জানায়।