বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হয়-বিঃ চৌধুরী

0
129
বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ ও মানচিত্রকে অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশকেই অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে না, তারা দেশের মানুষকেও শ্রদ্ধা করে না। তারা মুক্তি সংগ্রামকেও শ্রদ্ধা করে না।

শনিবার বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকল্পধারা আয়োজিত আলোচনা সভায় অডিও বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নের শপথ নেওয়ার আহ্বান জানান সকলকে।

তিনি বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নিষ্ঠুরতম অধ্যায় রচিত হয়েছিল। আমাদের জন্য এটি একটি লজ্জাজনক দিন। এদিন স্বাধীনতার অগ্রদূত, বাংলাদেশের রাজনৈতিক চিন্তার এবং মুক্তিযুদ্ধের অগ্রদূত বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।

মৃত্যুর মুখোমুখি হয়েও বঙ্গবন্ধু স্বাধীনতার দাবি থেকে পিছু হটেননি। সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত বিরল। দেশের মানুষের জন্য তার ভালোবাসা ছিল সীমাহীন। দেশের মানুষকে এবং দেশকে সমার্থকভাবে তিনি ভালোবেসেছেন। তার সবচেয়ে বড় সাহস দেশপ্রেমের মধ্যে, মানুষকে ভালোবাসার মধ্যে। তার সবচেয়ে দুর্বলতা সেটাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক পা’ও পিছু না হটার আহ্বান জানিয়ে বিঃ চৌধুরী বলেন, আপনার মধ্যে অনেকগুণ আছে, যেটা বঙ্গবন্ধুর সাথে মিলে যায়। শুধু অর্থনৈতিক উন্নয়নই শেষ কথা নয়, দেশের দরিদ্র মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারে আপনাকে তা নিশ্চিত করতে হবে।