কুমারখালী প্রতিনিধি
কুমারখালীতে তালগাছের সংখ্যা কমতে শুরু করেছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য হুমকীর মুখে পরেছে। অন্যদিকে বাড়ছে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা।
বজ্রপাতের ঝুঁকি কমাতে বর্তমান সরকার তাল গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় দুই হাজার তালগাছের বীজ বপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের খোরিলার বিল এলকায় তাল গাছের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন বলেন, তালগাছ ও বাবুই পাখির বাসা এখন শুধুই অতীত। সেজন্য প্রতিবছরই বজ্রপাতের প্রাণহানির ঘটনা ঘটছে। তিনি সরকারের তালগাছের বীজ রোপন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।
ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাকৃতিক শ্রীবৃদ্ধি ও বজ্রপাতজনিত দুর্ঘটনা হ্রাস করতে উপজেলায় দুই হাজার পিছ তালের বীজ বপন করা করা হয়েছে।