বিএনপি নেতা শাহজাহান সিরাজ এর মৃত্যু

0
108

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং বিএনপি নেতা শাহজাহান সিরাজ এর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শাহজাহান সিরাজ মারা যান। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। গতদিন থেকে তাঁর শরীর বেশি খারাপ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়।

শাহজাহান সিরাজ বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।