বিলের জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

0
62

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিলের জমিতে পুকুর কেটে ইট ভাটায় মাটি বিক্রি করা হচ্ছে।

বুধবার উপজেলার করাতকান্দি বিল এলাকায় সরজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে বিলের মধ্যে পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক ও লাটাহাম্বা গাড়িতে করে ইটের ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিলের একটি পুকুরের কিছু মাটি স্থানীয় গোরস্থানের নেওয়া হয়েছে। তবে বেশি মাটি ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। সরজমিন অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি এক প্রভাবশালী নেতার জমিতে আগেও পুকুর ছিল। তবে খনন বন্ধ ছিল। এখন আরও গভীর করা হচ্ছে। আর এখান থেকে মাটি বিক্রি করা হচ্ছে।

আরেকটি সূত্র জানান, পুকুর খননে জমির মালিকের কোন টাকা পয়সা খরচ হয় না। তারা শুধু সম্মতি দিলেই স্থানীয় এক শ্রেণির ব্যবসায়ীরা ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল শিক্ষক বলেন, বিলের জমির টপ সয়েল বা পুকুর কেটে মাটি বিক্রি করা অপরাধ হলেও এখানে প্রকাশ্যে আইন অমান্য করা হচ্ছে।

সদকী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম স্যারের নির্দেশে সরজমিন গিয়ে মাটি কাটতে নিষেধ করেছি। তবুও তারা মাটি কাটছেই।

তিনি আরও জানান, ওই জমির মালিক কুষ্টিয়া জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম আনছার প্রামানিক সহ কয়েকজন।

আরও পড়ুন – নিজ দোকানের ভেতর থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম আনছার প্রামানিকের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।

আরও পড়ুন – ঝিনাইদহে নিম্নমানের বীজে লোকসানে কৃষক

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, মালিকদের ডেকে এনে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে গোরস্থানে মাটির দরকার বলে জানিয়েছেন তারা। তবে বাহিরে মাটি বিক্রি করা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।