বোয়ালমারীতে জমির নিয়ে বিরোধে নিহত ১, গ্রেফতার ৩

0
193
সংগৃহিত ছবি

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছে এবং পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন। আটককৃতরা হল এনামুল শেখ, খায়রুল ও হানিফ বেগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামের বাদশা শেখদের সহিত আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের আজিম উদ্দিন শেখদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকালে আজিম উদ্দিনের ভাইর ছেলে আলাউদ্দিন ও হায়াত আলী বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বাদশা শেখের ছেলে রবিউল শেখসহ সঙ্গীয় লোকজন আলাউদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হায়াত আলী ঠেকাতে গেলে বাদশা শেখের অপর ছেলে এনামুল শেখ দেশীয় অস্ত্র কাতরা হায়াত আলীর পেটে ঢুকিয়ে দেয়। আলাউদ্দিন ও হায়াত আলীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে হায়াত আলী (৪৫) মৃত্যু ঘটে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজাহারে উল্লেখিত দুই জনসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।