পাংশা প্রতিনিধি
মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং মুক্ত সমাজ গড়তে পুলিশিং সেবা মানুষরে দোড় গোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিতে বোয়ালিয়ায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের সহযোগীতায় কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধামচন্দরপুর স্কুল সংলগ্ন নতুন মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ।
আরও পড়ুন–সাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি
তিনি বলেন, যুব সমাজই পারে এই সমাজ থেকে সকল প্রকার মাদক,অন্যায়,অবিচার দূর করতে,এই যুবকেরাই আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন করে মায়ের ভাষা টিকিয়ে রেখেছে,মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার যুবক যুদ্ধে অংশ গ্রহণ করে আমাদের দেশকে স্বাধীন করেছে। আপনারা যুবকেরা চাইলেই এই সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মূল করা সম্ভব।
আমাদের সন্তােেনরা সন্ধ্যার পরে কে কোথায় কার সাথে মিশছে কি করছে এ বিষয়ে আমাদের খোঁজ রাখতে হবে,বিট পুলিশের পাশাপাশি এলাকায় আসন্ন ঈদ উপলক্ষে নিজেরাই কমিটি করে পাহারার ব্যবস্থা করলে অপরাধীরা আর অপরাধ করতে সাহস পাবে না।
পুলিশকে আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করুন পুলিশের একার পক্ষে সম্ভব নয় আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখা। আমার ফোন নাম্বার ২৪ ঘন্টা খোলা যে কোন প্রয়োজনে আমাকে ফোন করুন যে কোন সময়ে।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গনি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আবু জালাল, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য আবু জাফর, আঃ লীগ নেতা আবুল বাশার, আব্দুল খালেক মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ,সমাজ সেবক আয়নাল হোসেন, শাহীন,সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।